ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লে. কর্নেল (অবঃ) এম এ কাদের এর আরও দুটি কবিতা

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ২৭ মার্চ ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
লে. কর্নেল (অবঃ) এম এ কাদের এর আরও দুটি কবিতা

বিমূর্ত চেতনা

আমি সৈনিক
নজরুলের স্থাপত্যে গড়া
রবিঠাকুরের কৃষ্টিতে বিমোহিত
স্বদীপ্ত আজ্ঞার প্রেমে পড়া।

চেতনার নিচ্ছিদ্র নিরাপত্তায়
অতন্দ্র অবিচল প্রহরায়
আগলে রেখেছি
আমার পূর্বসূরির
শোণিত রঞ্জিত,
শ্যামলিমায় বেষ্টিত
টগবগে লাল সূর্যকে।

শ্রেষ্ঠ মৃত্যুর অপেক্ষায়,
প্রশস্ত সুন্দর অবিনশ্বর জীবনের জন্য।
অমর হওয়ার এক ইচ্ছা অনন্য।

চেতনার বলিষ্ঠতায়,
দর্পের মহিমায়
সঞ্চারিতে সাহস প্রকম্পিত পাঁজড়ে
আমি আগুয়ান হই, সিপাহীবাগে
বায়ান্নে, ইনসত্তর-একাত্তরে
আরো সহস্র রণাঙ্গনের
অগণিত অকুতোভয় সেনার
প্রদীপ্ত দীক্ষায়, দুর্নিবার প্রতীক্ষায়।

স্বাধীনতা

স্বাধীনতা তুমি মুক্ত আকাশের সূর্যশিখা
শক্তি যোগাও সবুজ পাতায়, কবিতা লেখা
 চোখ খুলতে ব্রতী করো, ভেঙে আলস্য বিছানা  হতে
 মেরুদণ্ডে তার উত্তাপ যোগাও সোজা হয়ে দাঁড়াতে।

অগ্রযাত্রায় রচে পটভুমি
স্থবির আলস্যকে বহমান করো তুমি
বন্ধ নেত্রে ছুড়ে ঊষার জ্যোতি
দেখাও  নতুন দিগন্তের শুভ অগ্রগতি।

সদ্যজাত শাবককে উদ্বুদ্ধ করো
পায়ে ভর করে হাঁটতে, হতে স্বনির্ভর
তুমি তৃণ কুঁড়িকে করো উজ্জীবিত
বীজপত্রের প্রাচীর ভেঙে বেরুতে উদ্যত।

বিহঙ্গছানাকে মন্ত্র পড়ে দাও, আর নয় দেরি
বেরিয়ে আসতে ভেঙে অবশিষ্ট খোসার বেড়ি
খাদ্য খঁজতে মেরুর মহিষকে সাহস যোগাও
বরফের স্তূপ চূর্ণ করে লুকানো  ঘাসকে দেখাও।

বাঁধতে নীড় শক্ত আঁশে
ঝড়-ঝাপটায় উঁচু তালগাছে
তুমি বাবুইকে করো নিরলস
থাকতে সদ্য মেরামতে তার লজ।

তুমি প্রাণীকুলকে করেছ সদা সংগ্রামী
ক্ষণে ক্ষণে করেছ দীক্ষিত সংযমী
ঝেড়ে  মুছে  পরিচ্ছন্নের  প্রত্যয়ে
শিখিয়েছ সবক জীবনটাকে প্রথম অধ্যায়ে।

সর্বশেষ

পাঠকপ্রিয়