ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক নুপার বাড়িতে মাদক কারবারিদের হামলা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩৬, ১৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ০১:০৫, ১৯ ডিসেম্বর ২০২১
সাংবাদিক নুপার বাড়িতে মাদক কারবারিদের হামলা

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন 'চ্যানেল ২৪'-এর কক্সবাজার প্রতিনিধি নুপা আলমের টেকনাফের পৈত্রিক বাড়িতে ও ভাইয়ের দোকানে মাদক কারবারিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোদারবিল গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় সাংবাদিক নুপা আলমের বড় ভাই আবুল কালামের দোকান ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

নুপা আলম বলেন, 'বিভিন্ন সময় ইয়াবা কারবারিদের বিরুদ্ধে প্রতিবেদন করায় একটি চক্র আমার উপর ক্ষেপে ছিল৷ বিশেষ করে নির্বাচনের আগে ৭৭ ইয়াবা কারবারি প্রার্থী হওয়ার সংবাদ চ্যালেন ২৪ এ প্রকাশের পর থেকে আত্মীয় স্বজনসহ নানাভাবে আমাকে হুমকি দিয়ে আসছিল মাদক কারবারিরা। তখন তারা আমার বাবা আবুল কাসেম ও ভাই আবুল কামালকে হামলার চেষ্টা করে। সে সময় উপজেলা চেয়ারম্যানসহ অন্যরা ওই ঘটনার বিচার করে দেন। কিন্তু শনিবার সন্ধ্যায় চক্রটি আবার আমার বড় ভাইয়ের দোকানে হামলা ও ভাঙচুর চালায়। বিষয়টি আমি সদর ইউনিয়ন চেয়ারম্যানকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে গিয়ে এ ব্যাপারে রোববার বৈঠক করার কথা বলেন। কিন্তু রাত সাড়ে ৮ টার দিকে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও হত্যা হুমকি দিয়ে সবাইকে জিম্মি করে রাখে মাদক কারবারিরা। পরে খবর পেয়ে রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।’

নুপা আলমের বড় ভাই আবুল কামাল বলেন, 'হামলাকারীদের সবার কাছে অস্ত্র ছিল। তাদের মধ্যে দুই জনকে চিনতে পেরেছি। এরা দুজনেই স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে।'

টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, 'আমি জানার পর সন্ধ্যায় ঘটনাস্থলে যাই। এ ব্যাপারে পরিষদে বৈঠক হওয়ার কথা ছিল।

টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।'কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম বলেন, 'লোকমুখে ঘটনার কথা শুনেই আমি নুপা আলমকে ফোন করেছি। পুলিশ ফোর্স পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে মামলা নিতে নির্দেশ দিয়েছি।'

তারেকুর/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়