ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক রফিকুল ইসলামের মায়ের ইন্তেকাল

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিক রফিকুল ইসলামের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলামের মা রহিমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি --- রাজিউন)।

বৃহস্পতিবার ভোর ৫টায় বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ২ পুত্র, ৪ কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বৃহস্পতিবার বাদ আসর নামাজে জানাজা শেষে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রফিকুল ইসলামের মায়ের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান আজ (বৃহস্পতিবার) এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়