ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতকানিয়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২৫ ফেব্রুয়ারি ২০২১  
সাতকানিয়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে দৃর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ বেলাল (৪৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে স্থানীয় তৈয়ার পাড়া নামক এলাকায় বেলালকে ছুরিকাঘাত করা হয়। এরপর চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বুধবার রাত ১২টার দিকে বেলাল নামের ছুরিকাহত এক ব্যাক্তিকে মেডিক‌্যালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। এই সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বেলালের স্বজনরা জানান, বেলাল নিজ বাড়ির কাছেই দুর্বৃত্তরা বেলালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলেও তাকে বাঁচানো যায়নি। এই ঘটনায় সাতকানিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়