ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে কলেজে টিকটক ভিডিও: আরেক শিক্ষার্থী বহিষ্কার

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ৫ জুন ২০২২  
সিলেটে কলেজে টিকটক ভিডিও: আরেক শিক্ষার্থী বহিষ্কার

সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজে নিষিদ্ধ করার পরও ক্যাম্পাসে বার বার টিকটক ভিডিও ধারণ করার অপরাধে একাদশ শ্রেণির আরেক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। এর আগে একই অপরাধে তিনজনকে বহিষ্কার করা হয়।

রোববার (৫ জনু) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থী হলেন ইব্রাহিম আলী।  (রোল নম্বর: ২০০, একাদশ শ্রেণি, শিক্ষাবর্ষ: ২০২১-২০২২)

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বনাথ সরকারি কলেজ ক্যাম্পাসে টিকটকসহ যেকোনা ধরনের ভিডিও ধারণ ২০২১ সালের সেপ্টেম্বর থেকে নিষিদ্ধ করা হয়। এমনকি কলেজের বিভিন্ন স্থানে এখনও সতর্কীকরণ নোটিশ টানানো আছে। এরপরও ইব্রাহিম আলী কলেজ ক্যাম্পাসে বার বার টিকটক ভিডিও ধারণ করেছে।

গত ৩০ মে কলেজে পরীক্ষার হলে টিকটক ভিডিও ধারণ করার অভিযোগে তিন ছাত্রকে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন- কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সাকের হাসান, মো. রায়হান আহমদ ও ইফতি আজাদ মিছবাহ।

নূর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়