ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেক্স টয় বিক্রির মামলায় ৬ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২১  
সেক্স টয় বিক্রির মামলায় ৬ জন রিমান্ডে

সেক্স টয় বিক্রির অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ছয়জনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৮ ফেব্রুয়ারি) মামলার তদন্ত সংস্থা সিআইডি ৬ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- রেজাউল আমিন হৃদয়, মীর হিসামউদ্দিন বায়েজিদ, সিয়াম আহমেদ ওরফে রবিন, মো.ইউনুস আলী, আরজু ইসলাম জিম ও মেহেদী হাসান ভূঁইয়া ওরফে সানি।
এর আগে রাজধানীর পল্লবী থেকে ওই ছয়জনকে আসামিকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন টিম। এ সময় তাদের কাছ থেকে ১২ লাখ টাকার সেক্স টয়, পাঁচটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও নয়টি সিম কার্ড জব্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়।

ত্রিশোর্ধ্ব গ্রুপকে টার্গেট করে উচ্চমূল্যে নিষিদ্ধ এই সেক্স টয় বিক্রি করতেন তারা। এর জন্য ফেসবুকে বিভিন্ন পেইজসহ নানা ওয়েবসাইট খোলে সেক্স টয়ের যৌন উদ্দীপক বিজ্ঞাপন দিতেন।

 

ঢাকা/মামুন/এসএন 

সর্বশেষ

পাঠকপ্রিয়