ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হরিধানের উদ্ভাবক হরিপদ কাপালী আর নেই

রাজিব হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৩, ৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হরিধানের উদ্ভাবক হরিপদ কাপালী আর নেই

ঝিনাইদহ প্রতিনিধি : হরিধানের উদ্ভাবক ঝিনাইদহের আদর্শ কৃষক হরিপদ কাপালী (৯৫) পরলোকগমন করেছেন।

বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার আসাননগর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে তিনি পরলোকগমন করেন। তিনি ৬ মাস ধরে শয্যাশায়ী ছিলেন।

হরিপদ কাপালী ১৯২২ সালের ১৭ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেলার এনায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোট বেলায় তার বাবা কুন্দলাল ও মা কুরোধনী মৃত্যুবরণ করেন। এরপর থেকে হরিপদ পরের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

ধান চাষে অভিজ্ঞতার আলোকে তিনি ১৯৯৫ সালে উচ্চ ফলনশীল হরিধান উদ্ভাবন করেন এবং এর চাষ শুরু করেন। হরিধানের উচ্চ ফলন দেখে এলাকার কৃষকরা উদ্বুদ্ধ হন এবং এই ধানের চাষ শুরু করেন। হরিধানের নাম ছড়িয়ে পড়লে এই ধানের কথা গণমাধ্যমে প্রকাশিত হয় এবং এর উদ্ভাবক হরিপদ কাপালীর নাম সারা দেশে ছড়িয়ে পড়ে। 
 

 

 

 

 

রাইজিংবিডি/ঝিনাইদহ/৬ জুলাই ২০১৭/রাজিব হাসান/উজ্জল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়