ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসপাতালে ‘মধুমালা মদন কুমার’ সিনেমার পরিচালক

প্রকাশিত: ১৬:৪৯, ১৮ মে ২০২১   আপডেট: ১৭:১১, ১৮ মে ২০২১
হাসপাতালে ‘মধুমালা মদন কুমার’ সিনেমার পরিচালক

অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর মগবাজারের ইনসাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘মধুমালা মদন কুমার’ সিনেমার নির্মাতা সাঈদুর রহমান সাঈদকে।

কিডনিজনিত সমস্যায় ভুগছেন সাঈদ। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার (১৮ মে) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন:

রাইজিংবিডিকে এসব তথ‌্য নিশ্চিত করে চলচ্চিত্র পরিচালক সায়মন তারিক।বলেন, ‘সাঈদুর রহমান সাঈদ কিডনিজনিত সমস্যায় ভুগছেন। এখন তিনি ইনসাফ হাসপাতালে ভর্তি আছেন। তার শরীরের অবস্থা স্বাভাবিক রয়েছে। তার সুস্থতার জন্য দোয়া চাচ্ছি।’

সাঈদুর রহমান সাঈদ সদ্য নির্বাচিত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনিবার্হী পরিষদের সদস্য। তার নির্মাণাধীন ‘মধুর ক্যান্টিন’ সিনেমার অধিকাংশ শুটিং শেষ হয়েছে। দীর্ঘ ২৭ বছর পর ঢাকায় এসে এই সিনেমার শুটিংয়ে অংশ নেন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য ‘মধুর ক্যান্টিন’ সিনেমায় অঞ্জু ঘোষের বিপরীতে অভিনয় করছেন ওমর সানি। পরিচালনার পাশাপাশি এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা সাঈদ।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়