‘হি উইল কাম অ্যাজ অ্যা কিং অ্যান্ড পারফর্ম অ্যাজ অ্যা কিং’- সাকিবকে নিয়ে মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম
ঘণ্টাখানেকের জিম সেশন শেষ করে বেরিয়ে পরিচিত মুখ দেখে বলে উঠলেন, ‘পাঠান...পাঠান...ইজ কামিং।’ জামা উঠিয়ে তখন নিজের অ্যাবস দেখাচ্ছিলেন মাশরাফি বিন মুর্তজা।
বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন ছবি পাঠান। যেখানে শাহরুখ হাজির হয়েছেন সিক্স প্যাক নিয়ে। তাহলে কি মাশরাফিও সিক্স প্যাক নিয়ে হাজির হতে যাচ্ছেন? না, না। তেমন কিছুর সম্ভাবনা একেবারেই নেই।
নিজেকে ঝরঝরে রাখতে অনুশীলনের পাশাপাশি জিমে সময় দিচ্ছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক। আট মাস পর বিপিএলে ফিরে বেশ দারুণ পারফর্ম করছেন ডানহাতি পেসার। ৭ ম্যাচে ২৩ ওভার হাত ঘুরিয়ে ১৭৭ রানে পেয়েছেন ৯ উইকেট। ইকোনমি ৭.৬৯। শেষ ম্যাচে তার বোলিংয়ে দুটি সুযোগ হাতছাড়া করেছেন ফিল্ডাররা। নয়তো বোলিং ফিগার আরও সুন্দর দেখাত।
নিজের বোলিং নিয়ে তার অনুভূতি জানতে চাইলে তেমন উচ্ছ্বাস দেখালেন না এ পেসার, ‘আমার বোলিং...শেষ আট মাস আসলে ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকি আসলে অন্য কাজে। ভেতরে চার-পাঁচদিন বোলিং করেছি। অনুশীলন করেছি। সো ফার গোয়িং অলরাইট। দেখা যাক সামনে কি হয়।’
মাশরাফি নিজের বোলিং নিয়ে তেমন উচ্ছ্বাস না দেখালেও ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের পারফরম্যান্সে বেশ মুগ্ধ। বিস্মিত নয় অবশ্যই। সাকিবের পক্ষেই সাকিবকে ছাড়িয়ে যাওয়া সম্ভব বলে মনে করছেন মাশরাফি।
এবারের বিপিএলে সাকিব ভিন্ন চেহারায় হাজির হয়েছেন। প্রতি ম্যাচেই ব্যাট হাতে তুলছেন ঝড়, গড়ে দিচ্ছেন ব্যবধান। কোচ নাজমুল আবেদিন ফাহিমের মতে ব্যাটিংয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাংলাদেশের শীর্ষ তারকা। বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচের ৬ ইনিংস ব্যাট করে ৭৬ গড় আর ১৯২.৪০ স্ট্রাইকরেটে সাকিব রান করেছেন ৩০৪। ফিফটি করেছেন তিনটি। চার মেরেছেন ৩৩টি, ছক্কা ১৬টি।
ব্যাটিংয়ে স্টান্স পরিবর্তনে রান পেতে সুবিধা হচ্ছে বলার অপেক্ষা রাখে না। আগে সাকিব স্টাম্প আড়াল করে উইকেট বরাবর দাঁড়াতেন। এখন একটু সরে গিয়ে স্টম্প খুলে রেখে শট খেলার জন্য পর্যাপ্ত জায়গা রেখে দাঁড়াচ্ছেন। তাতে উইকেটের চারিপাশে শট খেলছেন নিমিষেই। যখন তখন শট খেলতে পারছেন। যে কাউকে উড়াতে পারছেন।
সাকিবের এসব পরিবর্তন বেশ ভালো চোখে পড়েছে মাশরাফির। সঙ্গে তার পারফরম্যান্স নিয়ে করলেন প্রশংসা। রাইজিংবিডি-র প্রতিবেদকের সঙ্গে আলাপকালে কথার ঝাঁপি খুলে মাশরাফি বলেছেন, ‘ভারত সিরিজে শর্ট বলে একটু স্ট্রাগল করছিল। মানে রিসেন্ট পাস্টে। সে এরপর স্টান্সটা কিছুটা চেইঞ্জ করেছে। তাতে করে এখন সে উইকেটের চারপাশে শট খেলতে পারছে। এটা সাকিবের মতো প্লেয়ারদের কাছ থেকে অবাক হওয়ার কিছু নয়। কারণ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা দে ফাইন্ড দেয়ার ওয়ে। তাঁরা নিজস্ব কায়দায় তাদের উপায় বের করে নেয়। সাকিব এর চেয়েও ভালো কিছু করলে অবাক হওয়ার কিছু নেই। সাকিবের কাছে আপনি এক্সপেক্ট করেন যে হি উইল কাম এজ অ্যা কিং এন্ড পারফর্ম এজ অ্যা কিং।’
ইয়াসিন/আমিনুল