ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৩ বছর ধরে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন আল আমিন

হৃদয় এস সরকার, নরসিংদী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ১২ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৭:০৯, ১২ জানুয়ারি ২০২৩
১৩ বছর ধরে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন আল আমিন

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার শেখেরচর এলাকায় অবস্থিত আল আমিন ফেব্রিকস অ্যান্ড হাবিব উইভিং ফ্যাক্টরি। এ কারখানার সঙ্গেই রয়েছে একটি চিকিৎসাকেন্দ্র। যেখানে সাইনবোর্ডে লেখা, এখানে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, কারখানার মালিক আল আমিন ২০১০ সাল থেকে আর্থিকভাবে অসচ্ছল রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার মানুষ এই চিকিৎসাকেন্দ্র থেকে সেবা পেয়েছেন।

প্রথমে, সপ্তাহের একদিন একজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হতো। এখন প্রতিদিন একজন নার্স ও সপ্তাহের একদিন একজন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন।

শুরুতে, কারখানার ভেতরে শ্রমিকদের জন্য চিকিৎসাসেবা চালু করলেও এখন কারখানার বাহিরেও সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

রোববার (৮ জানুয়ারি) সরেজমিনে ওই চিকিৎসাকেন্দ্রে গিয়ে দেখা যায়, নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান আরিফ রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। আর সারিবদ্ধভাবে ডাক্তার দেখানোর জন্য বসে আছেন বহু মানুষ।

৬৫ বছর বয়সী কবির মিয়া তাদের একজন। তিনি বলেন, ‘ছয় বছর ধরে এখানে ডাক্তার দেখাই। আমরা গরিব মানুষ। টাকা না থাকলে আল আমিন সাহেব ওষুধ কিনে দেন।’

শেফালি নামের একজন বলেন, ‘দীর্ঘ দিন ধরে বুকের ব্যথায় ভুগছিলাম। টাকা নেই বলে ডাক্তার দেখাতে পারছিলাম না। খোঁজ পেয়ে এখানে এসে বিনামূল্যে ডাক্তার দেখাই। এখন অনেকটা ভালো আছি।’

ডা. মাহমুদুল হাসান আরিফ বলেন, ‘২০১০ সালে আর্থিকভাবে অসচ্ছল রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করেন ব্যবসায়ী আল আমিন। শুরু থেকেই এখানে আছি। এখানে কাজ করে খুব ভালো লাগে। মানুষের ভালোবাসা পাওয়া যায়।’

এ বিষয়ে জানতে চাইলে আল আমিন বলেন, ‘অভাব এবং অসচেতনটার কারণে শ্রমিকরা ভিজিট দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চান না। হাতুড়ে ডাক্তারদের কাছ থেকে ওষুধ খেয়ে সমস্যা আরো বাড়ান।’

তিনি আরো বলেন, ‘শ্রমিকদের কথা মাথায় রেখে চিকিৎসাসেবার উদ্যোগ নিলেও বর্তমানে সাধারণ মানুষদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আমৃত্যু এই সেবা দিয়ে যেতে চাই। আগামীতে একটি হাসপাতাল দেওয়ার ইচ্ছা আছে। যেখানে বিনামূল্যে মানুষ চিকিৎসাসেবা পাবেন।’

কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়