ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ওয়ান ব্যাংক

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ২৮ মে ২০২৩  
৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ওয়ান ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেড ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩৫৮তম বৈঠকে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৮ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বন্ড ইস্যু করে ৫০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে ব্যাংটি। এটি হবে ব্যাংকটির ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড। এই সাব-অর্ডিনেটেড বন্ডের মেয়াদ ৭ বছর। এর সুদের হার হবে ভাসমান। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার এডিশনাল টায়ার -১১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়