‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ জাতীয় স্লোগান করার দাবি
মামুন || রাইজিংবিডি.কম
নিজস্ব প্রতিবেদক : ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ জাতীয় স্লোগান করার দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)। বুধবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় সংগঠনটি।
সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, ’৭১-এর মুক্তিযোদ্ধাদের শক্তি, সাহস ও ঐক্যের প্রতীক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এ স্লোগান জাতিকে ঐক্যবদ্ধ করতে সহায়ক বলেও প্রতীয়মান।
তিনি আরো বলেন, ‘জয় বাংলা’ কোনো দল বা ব্যক্তির স্লোগান নয়। এই স্লোগান মুক্তিযোদ্ধাদের ঐক্যের স্লোগান, শত্রুমুক্ত করে স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনের স্লোগান। ‘জয় বঙ্গবন্ধু’ জাতির পিতার স্লোগান, বাংলাদেশি জাতি গঠনের নেতার স্লেøাগান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির স্লোগান। বিজ্ঞপ্তি
রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৫/মামুন/রফিক
রাইজিংবিডি.কম