ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফিজিক্স অলিম্পিয়াডে প্রথম ইশতিয়াক

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ৫ জুন ২০২১   আপডেট: ১৭:৩৮, ৫ জুন ২০২১
ফিজিক্স অলিম্পিয়াডে প্রথম ইশতিয়াক

১১তম জাতীয় বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের ‘সি’ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন কুষ্টিয়ার গোলাম ইশতিয়াক সাদাত। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী।

শুক্রবার (৫ জুন) অনলাইন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিজয়ীদের নাম ঘোষণা করেন।

জানা যায়, দেশের ৬৪ জেলা থেকে জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে ৯ হাজার ৮০০ জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। পর্যায়ক্রমে জেলা ও আঞ্চলিক পর্যায়ে তুমুল প্রতিযোগিতার মাধ্যমে ২ হাজার ৯০০ জন উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ে ১১শ’ জনের মধ্যে তিনটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভকারীসহ ৯৫ জনকে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগীদের মধ্যে কুষ্টিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী গোলাম ইশতিয়াক সাদাত “সি” ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেন।

এই তিন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারীসহ টিকে থাকাদের মধ্যে ট্রেনিংয়ে বাছাই করা পাঁচজন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

কাঞ্চন/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়