ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

আইসিসির শুভেচ্ছাদূত সানা মীর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ২৪ এপ্রিল ২০২৪  
আইসিসির শুভেচ্ছাদূত সানা মীর

পাকিস্তানের সাবেক অধিনায়ক সানা মীর ‘আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪’ এর  বাছাইপর্বের শুভেচ্ছা দূত হয়েছেন। আজ বুধবার আইসিসি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে।

আবুধাবিতে ১০ দল নিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্ব। যেটা চলবে ৭ মে পর্যন্ত। শুভেচ্ছাদূত হিসেবে এই বাছাইপর্বে নজর রাখবেন সানা।

বাছাইপর্বের ‘এ’ গ্রুপে আছে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, উগান্ডা ও যুক্তরাষ্ট্র। আর ‘বি’ গ্রুপে আছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, আরব আমিরাত, ভানুয়াতু ও জিম্বাবুয়ে।

সানাকে পাকিস্তানের নারী ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার ভাবা হয়। যিনি তার ক্যারিয়ারে ২২৬ ম্যাচ খেলেছেন। তার মধ্যে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন ১৩৭ ম্যাচে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়