দাবি মেনে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফেরানোর আহ্বান সিপিবির
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সিপিবির একটি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থানরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে।
কেন্দ্রীয় শহীদ মিনারে টানা নবম দিন ‘লাগাতার অবস্থান’ কর্মসূচিতে থাকা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের তিন দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরনো পল্টন মোড়ে অনুষ্ঠিত সংহতি সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, শিক্ষকনেতা জাহাঙ্গীর হোসেনসহ অন্য নেতারা। সমাবেশ শেষে একটি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থানরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে।
শিক্ষকদের তিন দফা দাবি হলো, ১. মূলবেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ২. মাসিক ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ৩. ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।
সমাবেশে সভাপতির বক্তব্যে সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার অনেক অপ্রয়োজনীয় ও এখতিয়ারবহির্ভূত বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, অথচ শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি কান দিচ্ছে না। এর বিপরীতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি দমন-পীড়ন চালানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।’’
সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘‘দাবি আদায়ের আন্দোলনে সরকারের কালক্ষেপণের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষকরা যাতে দ্রুত শ্রেণিকক্ষে ফিরতে পারেন, সেই জন্য অবিলম্বে দাবিগুলো মেনে নিতে হবে। আর তাদের খোলা আকাশের নিচে পড়ে থাকতে বাধ্য করলে সরকারকে এর দায় নিতে হবে।’’
সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, ‘‘সরকারি চাকরিজীবীরা যেখানে মূল বেতনের ৪০-৫৫ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পান, সেখানে এমপিওভুক্ত শিক্ষকরা পান মাত্র ১ হাজার টাকা। এতে করে একজন শিক্ষকের মেসের সিট ভাড়া দেওয়াও সম্ভব নয়। অথচ তারা মাত্র ২০ শতাংশ ভাড়া ভাতার দাবি করেছেন, এর বদলে পেয়েছেন অপমান ও পুলিশি নির্যাতন।’’
তিনি আরো বলেন, “শিক্ষকদের প্রতি সরকারের এই অবমাননাকর আচরণ কোনো সভ্য সমাজে কাম্য নয়। সিপিবি ও বাম গণতান্ত্রিক শক্তিগুলো শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে থেকে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবে। আগামীতে বামপন্থি সরকার গঠন হলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে।”
‘শিক্ষক সংহতি দিবস’ পালনের ঘোষণা
সিপিবি আগামী ২৩ অক্টোবর বৃহস্পতিবার দেশব্যাপী ‘শিক্ষক সংহতি দিবস’ পালনের ঘোষণা দিয়েছে। এ দিন প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলনরত শিক্ষকদের প্রতি সংহতি প্রকাশ করা হবে।
ঢাকা/এএএম/বকুল