ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তি চুক্তি’
শান্তি চুক্তি অনুষ্ঠানে এক কলেজের শিক্ষার্থীরা অপর কলেজের শিক্ষার্থীদের আলিঙ্গন করেন।
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘শান্তি চুক্তি’ হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এক শান্তি চুক্তি হয়। নিউমার্কেট থানা পুলিশ এর আয়োজন করে।
শান্তি চুক্তিতে দুই কলেজের প্রতিনিধিদল অংশ নেয় এবং এক কলেজের শিক্ষার্থীরা অপর কলেজের শিক্ষার্থীদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেয়।
এসময় উপস্থিত ছিলেন নিউমার্কেট থানা অফিসার ইনচার্জ(ওসি) এ কে এম মফিজুল ইসলাম, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস ও আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোবাচ্ছের হোসেন।
ঢাকা/রায়হান/ইভা