ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাস

প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ১০ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:২৩, ১০ নভেম্বর ২০২৫
প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার

সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষকদের ব্রিফিং।

১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তায় প্রাথমিক সহকারী শিক্ষকদের সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি সাংবাদিকদের বলেন, “আমাদের দাবি দশম গ্রেড হলেও অর্থ মন্ত্রণালয় আমাদের জন্য ১১তম বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের প্রতি আস্থা রেখে আমরা আগামীকাল (মঙ্গলবার) থেকে আমাদের সকল কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি।”

তিনি বলেন,  “আগামীকাল থেকেই আমরা ক্লাসে ফিরে যাব।”

এর আগে তিন দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেন সহকারী শিক্ষকরা। অবস্থান কর্মসূচি পালন করেন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে সংকট নিরসনে সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। 

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়