ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্কুলে ভর্তি লটারিতে আবেদন শুরু ২১ নভেম্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ১০ নভেম্বর ২০২৫   আপডেট: ২৩:১৯, ১০ নভেম্বর ২০২৫
স্কুলে ভর্তি লটারিতে আবেদন শুরু ২১ নভেম্বর

ফাইল ফটো

এবারো সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি হবে লটারির মাধ্যমে। আগামী ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১৪ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে।

সোমবার (১০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

মাউশির ভর্তি শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, অনলাইন প্রক্রিয়া ও ডিজিটাল লটারির কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক।

তিনি জানান, ১২ থেকে ১৯ নভেম্বরের মধ্যে স্কুলগুলোর প্রধান শিক্ষকরা শূন্যপদের তথ্য সফটওয়্যারে আপলোড করবেন। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি চলবে ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত। পাশাপাশি দুটি অপেক্ষমাণ তালিকা থেকেও শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকবে।

ঢাকা/এএএম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়