ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উত্তরায় ছুরিকাঘাতে ২ ব্যবসায়ী আহত

মেডিকেল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ২৪ নভেম্বর ২০২৫   আপডেট: ১৪:৩২, ২৪ নভেম্বর ২০২৫
উত্তরায় ছুরিকাঘাতে ২ ব্যবসায়ী আহত

ঢাকার উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই ভাঙারি ব্যবসায়ী আহত হয়েছেন। 

রবিবার (২৩ নভেম্বর) রাতে উত্তরা পশ্চিম জসীম উদ্দীন রোডে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, মোহাম্মদ মাসুদ রানা (৩৭) ও মোহাম্মদ আল-আমিন (৪২)।

আহতদের উদ্ধার করে সকাল পৌনে ৬ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আহত আল-আমিনের স্ত্রী লাইজু আক্তার জানান, ঘটনাস্থল থেকে তাদের উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক পাঠানো হয়। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, আহত ব্যবসায়ীরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়