ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘প্রাথমিক শিক্ষার আসল সমস্যায় নজর দিতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ২৬ নভেম্বর ২০২৫  
‘প্রাথমিক শিক্ষার আসল সমস্যায় নজর দিতে হবে’

দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে মাঠপর্যায়ের বাস্তব সমস্যাগুলোকে সামনে এনে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, “অনেক গবেষণায় বিপুল টাকা খরচ হয়, কিন্তু তার সুফল মাঠপর্যায়ে পৌঁছায় না। এখন সময় এসেছে বাস্তব সমস্যাগুলো নিয়ে কার্যকর গবেষণার। গবেষণা বাড়লে সমাধানের পথও সামনে আসবে।”

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) আয়োজিত ‘গবেষণা প্রতিবেদন উপস্থাপন বিষয়ক কর্মশালা’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “প্রাথমিক শিক্ষায় ঢুকে থাকা নানামুখী জটিলতা দূর করতে হলে বাস্তবতা-ভিত্তিক গবেষণাই সবচেয়ে জরুরি। গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে—তবে সেই গবেষণা যেন কার্যকর হয়, তা নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বিশিষ্ট শিক্ষাবিদ দিলরুবা কবির, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

কর্মশালার শেষে বিশিষ্ট শিক্ষাবিদ দিলরুবা কবির রচিত ‘পাঠ্যক্রমে সৃজনশীল কাজ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়