ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সূচকের পতন সিএসইতে উত্থান, বেড়েছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:১৭, ৩ ডিসেম্বর ২০২৫
ডিএসইতে সূচকের পতন সিএসইতে উত্থান, বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে লেনদেন শেষে হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে।

এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। তবে, পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

আরো পড়ুন:

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। বুধবার সকাল থেকে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ডিএসইএক্স সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। তবে, দুপুর ১টা ১৫ মিনিটের পর থেকে সূচক পতনমুখী হতে শুরু করে। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯২৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.৮২ পয়েন্ট কমে ১ হাজার ৩৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭.৯৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৩টি কোম্পানির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত আছে ৬৫টির।

এদিন ডিএসইতে মোট ৪০৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৭.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫৪৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১০.৪৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৬১ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.৩৫ পয়েন্ট বেড়ে ৮৭৬ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ০.৮৭ পয়েন্ট কমে ১২ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৮১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৩টি কোম্পানির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত আছে ২৯টির।

সিএসইতে ১৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়