ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৫ দিন সময় পেলেন জাহানারা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ৩ ডিসেম্বর ২০২৫  
১৫ দিন সময় পেলেন জাহানারা

জাহানারা আলমসহ একাধিক নারী ক্রিকেটার গণমাধ‌্যমে যৌন হয়রানি নিয়ে অভিযোগ তুলেছেন। শুরুটা করেছিলেন জাহানারা আলম। এক সাক্ষাৎকারে জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন।

পিরিয়ডের কথা জানতে চেয়ে বাজে প্রস্তাব দেওয়া, হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরার অভিযোগও এনেছেন তিনি। জাহানারা দাবি করেছেন, অসংখ্যবার বিসিবিকে এসব যৌন নির্যাতনের কথা অভিযোগ আকারে জানিয়েছেন তিনি। কোন প্রতিকার পাননি। তার অভিযোগের পর রুমানা আহমেদ, সাবেক জাতীয় ক্রিকেটার ও কোচ রেশমা আক্তার আদুরি নিজেদের তিক্ত অভিজ্ঞতা গণমাধ‌্যমে জানান।

অভিযোগের প্রেক্ষিতে বিসিবি পাঁচ সদস‌্যের তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন ও সুপারিশ জমা দেয়ার সময় বেঁধে দিয়েছিল বিসিবি। এরই মধ্যে শেষ হয়েছে সময়সীমা। কিন্তু বিসিবি জানিয়েছে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরো ১৫ দিন বাড়ানো হয়েছে। 

এই সময়টা দেওয়া হয়েছে জাহানারাকে। অভিজ্ঞ এই পেসারকে লিখিতভাবে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার কথা বলা হয়েছে। এজন‌্য ১৫ দিন সময় পাচ্ছেন তিনি।  

৮ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। যেখানে কমিটির প্রধান আহ্বায়ক করা হয় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে। বাকি দুই সদস্য হিসেবে যুক্ত করা হয়- বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

এরপর তদন্ত কমিটিতে যুক্ত হন দুই সদস্য- ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাইমা হক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান। 

বাংলাদেশ নারী দলের হয়ে ১৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জাহানারা। নারী ক্রিকেটারদের প্রথম সারির সেনানিদের একজন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন। সেখানে ক্রিকেট খেলার পাশাপাশি লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করেছেন।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়