ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে কমিউনিটি ব্যাংকের ১৯তম শাখার উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ৪ ডিসেম্বর ২০২৫  
যশোরে কমিউনিটি ব্যাংকের ১৯তম শাখার উদ্বোধন

যশোরে আনুষ্ঠানিকভাবে চালু হলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ১৯তম শাখা।

বুধবার (৩ ডিসেম্বর) শহরের আরএন রোডে নতুন শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদ। এছাড়া, অনুষ্ঠানে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত, প্রধান পরিচালন কর্মকর্তা সামসুল হক সুফিয়ানী, সিআরএম বিভাগের প্রধান হাসি রানী বেপারী, তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান তানজীম মোর্শেদ ভূঁইয়া, অপারেশন্স বিভাগের প্রধান শরফুদ্দিন মো. রেদওয়ান পাটওয়ারী, করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান ও শাখা ব্যবসা প্রধান ড. মো. আরিফুল ইসলামসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম আওলাদ হোসেন বলেন, “ইতিহাস, ঐতিহ্য, কৃষি, শিল্প ও বাণিজ্য—সব দিক থেকেই যশোর একটি সম্ভাবনাময় অঞ্চল। বেনাপোল স্থলবন্দর, নওয়াপাড়া শিল্পাঞ্চল ও গদখালীর ফুলচাষ জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। নতুন এই শাখা যশোরের ব্যবসা-বাণিজ্যে আরও গতি আনবে।”

ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত জানান, যশোর অঞ্চলের কৃষি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, আমদানি–রপ্তানি, শিল্প ও সেবা খাতের জন্য বিশেষায়িত সেবা দেওয়া হবে। সঞ্চয় হিসাব, ব্যবসায়িক হিসাব, ডিপিএস-এফডিআর, ব্যক্তিগত–গৃহ–গাড়ি ঋণ, বাণিজ্য অর্থায়ন ও ডিজিটাল ব্যাংকিং সুবিধার মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধন শেষে অতিথিরা শাখার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। শাখাটি চালু হওয়ায় যশোরবাসীর ব্যাংকিং সেবা আরও সহজ হবে বলে স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকেরা আশা প্রকাশ করেন।

ঢাকা/ইভা   

সর্বশেষ

পাঠকপ্রিয়