ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের দাপুটে জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:০৮, ৪ ডিসেম্বর ২০২৫
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের দাপুটে জয়

স্প্যানিশ লা লিগায় ফের জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। বুধবার (০৩ ডিসেম্বর) দিবাগত রাতে সান মামেসে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়াল লস ব্লাঙ্কোস। জয়ের নায়ক স্বভাবতই কিলিয়ান এমবাপ্পে। করেছেন দারুণ এক জোড়া গোল।

ম্যাচের শুরুতেই, মাত্র সাত মিনিটে গোলের খাতা খোলেন এমবাপ্পে। সেই গোলের পথে ইংলিশ রাইটব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ছিল সরাসরি অবদান। রিয়ালের জার্সিতে এটিই তার প্রথম অ্যাসিস্ট। তবে দুর্ভাগ্য- প্রথমার্ধ শেষ হওয়ার আগেই উরুর চোটে লিম্পিং করে মাঠ ছাড়তে হয় সাবেক লিভারপুল তারকাকে। ৪২ মিনিটে কামাভিঙার গোলের পর রিয়াল যখন ২-০ গোলে এগিয়ে, তখনই আর্নল্ডকে তুলে নিতে বাধ্য হয় দল। বিরতির পর চোটের কারণে আর বেশিক্ষণ থাকতে পারেননি তিনি।

আরো পড়ুন:

এর কিছুক্ষণের মধ্যেই এমবাপ্পে নিজের দ্বিতীয় গোলটি করে রিয়ালের জয় নিশ্চিত করে দেন। এটি তার চলতি লা লিগা মৌসুমের ১৬তম গোল।

এর আগে মঙ্গলবার বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছিল। রিয়াল সেই ব্যবধান কমানোর লক্ষ্যেই মাঠে নামে। আর শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাবি আলোনসোর দল।

এমবাপ্পের প্রথম গোলটি ছিল নিখাদ শিল্প। মাঝমাঠের বাইরে থেকে বল নিয়েই বাঁ পায়ের কার্লিং শটে ২০ গজ দূর থেকে জালে জড়ান তিনি। এর আগেই এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র দু’জনই গোলের খুব কাছে গিয়েছিলেন।

বিলবাওও কিছুটা প্রতিরোধ দেখিয়েছে। ৩১ মিনিটে নিকো উইলিয়ামসের পাস থেকে বেরেঙ্গারের নেওয়া শট ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। তার আগে গুরুজেতার শটেও পরীক্ষা দিয়েছিলেন বেলজিয়ান গোলরক্ষক।

অন্যদিকে আক্রমণভাগে রিয়ালের গতি ছিল অবিশ্বাস্য। ভিনিসিয়ুস একবার পোস্টে লাগান, আরেকবার তাকেও দারুণ সেভে ঠেকিয়ে দেন উনাই সিমন। তবে ৪২ মিনিটে আসে রিয়ালের পুনরায় উল্লাসের উপলক্ষ্য। এ সময় ডান দিক থেকে আলেকজান্ডার-আর্নল্ডের তোলা নিখুঁত ক্রসে এমবাপ্পে হেড করে বল বাড়ান গোলমুখে। সেখান থেকে মাথা ছুঁইয়ে গোল করেন কামাভিঙা।

দ্বিতীয়ার্ধে আর্নল্ড আবারও ব্যথা পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। কিন্তু রিয়ালের গতি এতে থামেনি। ৫৯ মিনিটে দূরপাল্লার এক দারুণ শটে এমবাপে আবারও জাল খুঁজে পান। তাতে রিয়াল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

এরপর আলোনসো রক্ষণশীল সিদ্ধান্ত নিয়ে একে একে তুলে নেন দলের তারকাদের। শেষ ১০ মিনিট থাকতে এমবাপ্পে ও ভিনিসিয়ুস দু’জনকেই বদলি করা হয়। মাঠ ছাড়ার সময় কোচকে আলিঙ্গন করে ধন্যবাদ জানান ভিনিসিয়ুস।

শেষ দিকে বিলবাও গোলের জন্য চাপ তৈরি করলেও কোর্তোয়ার নিরাপদ হাতের সামনে পর্যুদস্ত হয় তারা। ক্লিন শিট রেখেই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ১৫ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আর ২০ পয়েন্ট নিয়ে বিলবাও আছে টেবিলের অষ্টম স্থানে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়