ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোনালদোর রেকর্ড ভেঙে চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পের দ্রুততম হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ২৭ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:৫৩, ২৭ নভেম্বর ২০২৫
রোনালদোর রেকর্ড ভেঙে চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পের দ্রুততম হ্যাটট্রিক

রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে আবারও ছাপিয়ে গেলেন নিজের আগের সব আলোচনাকে। অলিম্পিয়াকোসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের লিগ-পর্বের ম্যাচে মাত্র ৬ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাটট্রিক করে ভেঙেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড। যা রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে দ্রুততম হ্যাটট্রিকের নজির।

ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্ট থেকে ম্যাচের প্রথম গোল করেন এমবাপে। এরপর ঝড় তুললেন আরও দু’টি গোল করে। সব মিলিয়ে সাত মিনিটেরও কম সময়ে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক উপহার দিলেন ফরাসি তারকা। রোনালদোর করা হ্যাটট্রিকের চেয়ে এমবাপ্পের এই হ্যাটট্রিত প্রায় চার মিনিট দ্রুত।

আরো পড়ুন:

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এমবাপের চেয়ে দ্রুত হ্যাটট্রিক আছে শুধু মোহাম্মদ সালাহর। যিনি ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে এমবাপ্পের চেয়েও ৩০ সেকেন্ড কম সময়ে এই কীর্তি গড়েছিলেন।

চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে দ্রুত হ্যাটট্রিকসমূহ:
৭ মিনিট - মোহাম্মদ সালাহ (রেঞ্জার্স ১-৭ লিভারপুল, ২০২২),
৭ মিনিট - কিলিয়ান এমবাপে (অলিম্পিয়াকোস ৩-৪ রিয়াল মাদ্রিদ, ২০২৫),
৮ মিনিট - বাফেতিম্বি গোমিস (দিনামো জাগরেব ১-৭ লিওঁ, ২০১১),
৯ মিনিট - মাইক নিউয়েল (ব্ল্যাকবার্ন ৪-১ রোজেনবর্গ, ১৯৯৫),
১১ মিনিট - রাহিম স্টার্লিং (ম্যান সিটি ৫-১ আটালান্তা, ২০১৯),
১১ মিনিট - ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ ৮-০ মালমো, ২০১৫),
১১ মিনিট - রবার্ট লেভানদভস্কি (বায়ার্ন ৭-১ সালজবুর্গ, ২০২২),
১২ মিনিট - রবার্ট লেভানদভস্কি (সার্ভেনা জভেজদা ০-৬ বায়ার্ন, ২০১৯),
১২ মিনিট - লুইজ আদ্রিয়ানো (বাতে বোরিসভ ০-৭ শাখতার, ২০১৪)।

ম্যাচ শুরুর সময় থেকে হিসাব করলে এমবাপের হ্যাটট্রিকটি টুর্নামেন্ট ইতিহাসে তৃতীয়-দ্রুততম সময়ে সম্পন্ন করা হ্যাটট্রিকও বটে।

২০২২ সালে বায়ার্নের হয়ে রবার্ট লেভানডোভস্কি সালজবুর্গের বিপক্ষে ম্যাচের ২৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেছিলেন। তার আগে এসি মিলানের মারকো সিমোন ১৯৯৬ সালে রোজেনবর্গের বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটের মধ্যে করেছিলেন হ্যাটট্রিক। আর ২০২৫ সালের নভেম্বরে কিলিয়ান এমবাপ্পে অলিম্পিয়াকোসের বিপক্ষে ২৯ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন।

তার হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ ৪-৩ ব্যবধানে অলিম্পিয়াকোসকে হারিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান নিয়েছে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়