ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চীনে ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:৪৮, ৪ ডিসেম্বর ২০২৫
চীনে ৬ মাত্রার ভূমিকম্প

চীনের জিনজিয়াংয়ে ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) এ তথ্য জানিয়েছে।

সিইএনসি জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্তের কাছে আক্কি কাউন্টির কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৮ বলে জানিয়েছে। পরিমাপ পদ্ধতি এবং সেন্সর নেটওয়ার্কের পার্থক্যের কারণে বিশ্বব্যাপী এবং জাতীয় পর্যবেক্ষণ সংস্থাগুলোর মধ্যে এই ধরনের ছোটখাটো পার্থক্য স্বাভাবিক।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত স্থানীয় কর্তৃপক্ষের কাছে হতাহতের বা ভবন ধসের কোনো খবর পাওয়া যায়নি।

হিমালয় এবং তিয়ান শান পর্বতমালার জটিল টেকটোনিক সীমানার কাছে অবস্থিত মধ্য এশিয়ার এই ভূমিকম্পগতভাবে সক্রিয় অঞ্চলে ভূমিকম্প অস্বাভাবিক নয়। 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়