ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগামী ৯ ডিসেম্বর খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ৪ ডিসেম্বর ২০২৫  
আগামী ৯ ডিসেম্বর খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ভূমিকম্পজনিত কারণে টানা দুই সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তার আগের দিন সোমবার (৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে স্থগিত থাকা সব সেমিস্টার ফাইনাল পরীক্ষা। তবে এর আগে রবিবার (৭ ডিসেম্বর) ও সোমবার (৮ ডিসেম্বর)— এই দুই দিন অনলাইনে ক্লাস চলবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভা শেষে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “আগামী সপ্তাহের সোমবার (৮ ডিসেম্বর) থেকে স্থগিত থাকা সব পরীক্ষা শুরু হবে। এছাড়া মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে সশরীরে ক্লাস শুরু হবে। এর আগে রবিবার ও সোমবার অনলাইনে ক্লাস চলবে।”

বিশেষ সিন্ডিকেট সভায় চলতি ডিসেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে— এ তথ্যও জানান উপাচার্য। তিনি বলেন, “আমরা আশা করছি, সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।”

সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. মোশাররফ হোসেন বলেন, “আজকের বিশেষ সভায় ভূমিকম্পের উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস কবে থেকে খোলা হবে ও পরীক্ষা কবে নেওয়া যাবে— এসব বিষয়ে আলোচনা হয়েছে। জকসু নিয়ে নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত।”

তিনি আরও বলেন, “মঙ্গলবার থেকে ক্যাম্পাস খুলে দেওয়া হবে। সোমবার থেকে চাইলে যে-কোনো বিভাগ সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে পারবে। তবে রবিবার ও সোমবার অনলাইনে ক্লাস চলবে।”

এর আগে ধারাবাহিক ভূমিকম্পের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিভিন্ন প্যানেলের দাবির প্রেক্ষিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস চালু রাখা হয়। 

ঢাকা/লিমন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়