ইসরায়েলি বাহিনীর সহযোগী ও ত্রাণ লুটকারী আবু শাবাব নিহত
হামাসের বিরুদ্ধে কাজ করা এবং মানবিক সাহায্য লুটপাটের অভিযোগে অভিযুক্ত একটি মিলিশিয়া গোষ্ঠীর নেতা ইয়াসের আবু শাবাবকে হত্যা করা হয়েছে। এই ইয়াসের আবু শাবাব ইসরায়েলের পক্ষ নিয়ে কাজ করতেন। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ইসরায়েলি রেডিও এর বরাত দিয়ে বৃহস্পতিবার আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
আবু শাবাব পপুলার ফোর্সেস নামের একটি দলের নেতৃত্ব দিতেন। গাজায় ইসরায়েলি গণহত্যা যুদ্ধের সময় আবু শাবাব কুখ্যাতি অর্জন করে। প্রতিবেদন প্রকাশ পাওয়া শুরু হলে ইসরায়েলি সেনাবাহিনীর সুরক্ষায় ভূখণ্ডে প্রবেশকারী সামান্য মানবিক সাহায্য চুরি করার অভিযোগে তার দলকে অভিযুক্ত করা হয়।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিলেন, তারা গাজার সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে সহযোগিতা করছে, যার মধ্যে আবু শাবাবের নেতৃত্বাধীন একটি দলও রয়েছে। এর মাধ্যমে তারা হামাসবিরোধী স্থানীয় বাহিনী প্রতিষ্ঠা করতে চাচ্ছেন।
আবু শাবাবের মৃত্যুর বিষয়ে খুব কম তথ্যই পাওয়া গেছে। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, আবু শাবাব ‘গাজা গোত্রের’ সাথে সংঘর্ষে নিহত হয়েছেন এবং পরে দক্ষিণ ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টারে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঢাকা/শাহেদ