ক্যারিবীয় অঞ্চলে আবার মার্কিন হামলা
ক্যারিবীয় অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে আরে একটি নৌকায় মার্কিন সেনাবাহিনী হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এ ঘটনায় চারজন নিহত হয়েছে।
এই হামলাটি এমন এক সময়ে ঘটল যখন ২ সেপ্টেম্বর আরেকটি নৌকায় দুবার আঘাত হানার খবর প্রকাশ পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তদন্তের মুখোমুখি হয়েছে।
এক্স-এ একটি পোস্টে মার্কিন দক্ষিণ কমান্ড জানিয়েছে, সর্বশেষ হামলাটি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে করা হয়েছে।
এতে বলা হয়েছে, সামরিক বাহিনী ‘আন্তর্জাতিক জলসীমায় একটি সন্ত্রাসী সংগঠন পরিচালিত জাহাজে মারাত্মক গতিশীল হামলা চালিয়েছে। গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে জাহাজটি অবৈধ মাদক বহন করছিল এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি পরিচিত মাদক-পাচারের পথ ধরে চলাচল করছিল। জাহাজে থাকা চার পুরুষ মাদক-সন্ত্রাসী নিহত হয়েছে।”
ট্রাম্প প্রশাসন মাসব্যাপী অভিযানে ৮০ জনেরও বেশি মাদক চোরাচালানকারীকে হত্যা করেছে। কিন্তু ২ সেপ্টেম্বরের হামলার ঘটনা প্রকাশের পর কংগ্রেসের দ্বিদলীয় কমিটিগুলো নতুন করে তদন্ত শুরু করেছে।
তবে হোয়াইট হাউস অস্বীকার করেছে যে হেগসেথ প্রাথমিক হামলার পর জাহাজে দ্বিতীয় হামলার নির্দেশ দিয়েছিলেন। বরং প্রথম হামলায় বেঁচে যাওয়া দুইজনকে হত্যা করার জন্য দ্বিতীয় হামলার নির্দেশ দিয়েছিলেন অ্যাডমিরাল ফ্রাঙ্ক।
ঢাকা/শাহেদ