ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম তাকরিম

মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ৫ এপ্রিল ২০২৩   আপডেট: ০৯:১৮, ৫ এপ্রিল ২০২৩
দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম তাকরিম

দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুবাই এক্সপোতে  অনুষ্ঠিত ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হলেন তাকরিম।  তিনশ প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছে সে। তার এই বিজয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বইছে খুশির বন্যা। 

দুবাই ইন্টারন্যাশনাল সিটি জামে মসজিদের খতিব আলহাজ্ব ডক্টর মাওলানা আব্দুস সালাম রাইজিংবিডিকে জানান, এই অর্জন শুধু তাকরিমের নয়, এই বিজয় বাংলাদেশের, সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশি কমিটির।

তিনি আরও জানান, হাফেজ তাকরিম প্রবাসে আমাদের মুখ উজ্জ্বল করেছে। তাই প্রবাসীদের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ বিশ্ব বিজয়ী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হোক।

প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান। 

এর আগে, সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে তাকরিম।

হাফেজ তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা-এর কিতাব বিভাগের ছাত্র। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। 

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়