ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংবর্ধনা অনুষ্ঠানে কনসাল জেনারেল

সৃজনশীল কাজের মাধ্যমে এগিয়ে যাবে টেকনাফ সমিতি ইউএই

মুহাম্মদ শাহ জাহান, ইউএই || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১৩ এপ্রিল ২০২৪  
সৃজনশীল কাজের মাধ্যমে এগিয়ে যাবে টেকনাফ সমিতি ইউএই

বহুমুখী ও সৃজনশীল কাজের মাধ্যমে এগিয়ে যাবে টেকনাফ সমিতি ইউএই। প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট ইউনিক কর্মসূচি সাধারণত অন্যান্য সমিতিতে দেখা যায় না।

বুধবার (১০ এপ্রিল) টেকনাফ সমিতি ইউএইর ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

তিনি আরও বলেন, প্রবাসে কষ্টার্জিত রেমিট্যান্স বৈধ চ্যানেলে দেশে প্রেরণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

শারজাহ নুর আল হেলাল রেস্টুরেন্টে সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ জাহানের সঞ্চালনায় ও ড. মাওলানা আব্দুস সালাম আজহারির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনস্যুলেট লেডিস গ্রুপের সভানেত্রী আবেদা হোসেন।

এতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি শিবলী আল সাদিক, সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোদাচ্ছের শাহ, সদস্য এস এম শাফায়েত, মেহেদ রুবেল, জাসেদুল ইসলাম, ইরফানুল ইসলাম,  সমিতির সহ সভাপতি রাশেদ উল্লাহ, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ ইদ্রিস, মাওলানা মুহাম্মদ লোকমান হাকিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

সমিতির সভাপতি ড. আব্দুস সালাম আজহারি পিএইচডি অর্জন করায় এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে একাধিক ভাষায় সংগীত ও কবিতায় মুখরিত করে তোলে সমিতির সদস্যরা।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়