ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু

মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ১১ জুন ২০২৪  
দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে শামীম হোসেন (৪০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) সকালে দুবাই আল নাহদার এনএমসি হাসপাতালে তিনি মারা যান।

শামীম হোসেন জয়পুরহাট জেলা সদরের হিচমি বাজারের বাসিন্দা আনিসুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে দুবাই ট্যাক্সি কর্পোরেশনে কর্মরত ছিলেন তিনি।

সহকর্মীরা জানান, শামীম হোসেন রাতে গাড়ি চালাতেন। ভোরে ডিউটি শেষ করে জিমে শরীর চর্চা করছিলেন তিনি। হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে জিমে থাকা অন্যান্যরা এগিয়ে আসেন। এ সময় তিনি অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক আল নাহদা এনএমসি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পরে তার মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়। শিগগিরই যথাযথ প্রক্রিয়া শেষ করে তার মরদেহ দেশে প্রেরণ করা হবে বলে জানা যায়।

/হাসান/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়