ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

কুয়েতে অগ্নিকাণ্ড: ক্ষতিপূরণ পাচ্ছে নিহতদের পরিবার

আ হ জুবেদ, কুয়েত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ১৯ জুন ২০২৪   আপডেট: ১২:৪১, ১৯ জুন ২০২৪
কুয়েতে অগ্নিকাণ্ড: ক্ষতিপূরণ পাচ্ছে নিহতদের পরিবার

কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এর নির্দেশ অনুযায়ী সম্প্রতি মাঙ্গাফ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১৫ হাজার মার্কিন ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার।

স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস নির্ভরযোগ্য একটি সূত্রের বরাত দিয়ে এই সংবাদটি প্রকাশ করেছে।

ওই দৈনিকে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব প্রবাসীরা প্রাণ হারিয়েছেন, তাদের নিজ নিজ দূতাবাসগুলোতে ক্ষতিপূরণের অর্থ পাঠিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ জুন কুয়েতের দক্ষিণাঞ্চলের মাঙ্গাফ এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৯ জন প্রবাসী মারা যান।  আহত হন ৫০ জন।  নিহতদের মধ্যে ৪০ জন ছিলেন ভারতের নাগরিক।

এদিকে, দুর্ঘটনার খবর শুনে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) ও চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আবুল হোসেন তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে যান এবং নিশ্চিত করেন ওই দুর্ঘটনায় কোনো প্রবাসী বাংলাদেশি হতাহত হননি।

/হাসান/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়