ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লামায় বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লামায় বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি খালের ওপর নির্মিত বাঁশের ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে তিনটি গ্রামের মানুষ চলাচল করছে। এতে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রংখোলা গ্রামের বাসিন্দা সফর আলী ও নুরুল ইসলাম জানান, চলাচলের জন্য প্রতি বছর বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও বর্ষাকালে পাহাড়ি ঢলের পানির সাঁকো ভেঙে যায়। তখন অনেক সময় তিন গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বর্ষাকালে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসা বন্ধ হয়ে যায়। বগাইছড়ি পুরাতন জামে মসজিদের পাশের কবরস্থানই বগাইছড়ি, ছাগল্যাঝিরি ও রংখোলা গ্রামের একমাত্র কবরস্থান। কেউ মারা গেলে এই খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হয়ে লাশ কবরস্থানে নিতে হয়।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হোসাইন মামুন বলেন, বগাইছড়ি খালের ওই স্থানে সেতু নির্মাণ হলে পাঁচ সহস্রাধিক মানুষের দুর্ভোগ লাগব হবে।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লামা কার্যালয়ের সার্ভেয়ার মো. জাকের হোসেন মোল্লা জানান, সেতু নির্মাণের জন্য স্থানীয়রা লিখিত আবেদন করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।


এস বাসু দাশ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়