ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ২৬ এপ্রিল ২০২৪   আপডেট: ২১:৩১, ২৬ এপ্রিল ২০২৪
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিকের মৃত্যু

নিহত সাংবাদিক শরিফুল ইসলাম শরিফ।

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক শরিফুল ইসলাম শরিফ (৩৪) মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৫টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শরিফ মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের গেটপাড়া গ্রামের মৃত নাদের আলী মণ্ডলের ছেলে।

আরো পড়ুন:

শরিফ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি স্ত্রী ও একটি পুত্র সন্তান রেখে গেছেন।

গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের তাঁতিবন্ধ এলাকায় জাপান টোব্যাকো (জেটিআই) এর সামনে পাখিভ্যানের (তিন চাকার গাড়ি) সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে শরিফ গুরুতর আহত হন। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কাঞ্চন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়