ঢাকা     সোমবার   ১৩ মে ২০২৪ ||  বৈশাখ ৩০ ১৪৩১

গলে হারের পর যেভাবে বদলে গেল বাংলাদেশ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গলে হারের পর যেভাবে বদলে গেল বাংলাদেশ

কলম্বোয় ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন তামিম ইকবাল। (ছবি: মিলটন আহমেদ, কলম্বো থেকে)

ক্রীড়া প্রতিবেদক : গলে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা ড্র করার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু মুশফিকুর রহিমের দল সেই সুযোগ কাজে লাগাতে পারেনি শেষ দিনে ব্যাটিং ব্যর্থতায়। শেষ দিনের প্রথম ঘণ্টাতেই পড়ে পাঁচ উইকেট। লাঞ্চের আগে কিছুটা লড়াই করলেও বিরতির পর দ্রুত বাকি পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ হারে বাংলাদেশ।

সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়া সেই বাংলাদেশ কলম্বোয় দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াল দারুণভাবে। আজ শেষ দিনে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল ৪ উইকেটে। নিজেদের শততম টেস্টের উপলক্ষটা রাঙিয়ে রাখল জয় দিয়ে। সিরিজও ড্র করল ১-১ ব্যবধানে। কিন্তু গলে অমন হারের পর কলম্বোয় কীভাবে বদলে গেল বাংলাদেশ? কলম্বোয় ১৯১ রান তাড়ায় ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলা তামিম ইকবাল শোনালেন সেই গল্প।

ম্যাচ শেষে ড্রেসিংরুমের সামনে তামিম সাংবাদিকদের বলেন, ‘গল টেস্ট হারের পর আমরা খেলোয়াড়রা একটা মিটিং করি। সেখানে টিম ম্যানেজমেন্টের কেউ ছিল না। হারের কারণ কী, সেটা সবাই ব্যক্তিগতভাবে বলে। একদম খোলামেলা আলোচনা। কী করলে শততম টেস্ট জেতা যাবে, সেটা আলোচনা হয়েছিল। আমরা আমাদের ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করি। এখন আপনারা এটার ফল দেখতে পাচ্ছেন। এটা আমাদের উপকার করেছে।’

তামিম জানালেন, কীভাবে খেলোয়াড়রা একে অন্যকে উৎসাহিত করেছেন, ‘ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করেছে তখন অন্যরা উৎসাহিত করেছে। বোলারদের ক্ষেত্রেও তা-ই। আমরা যারা মাঠে ছিলাম সবাই জান দিয়ে খেলেছি। আমরা ফিল্ডিংয়ে একটা একটা করে রান বাঁচিয়েছি। এসব কারণেই আমরা জিতেছি। আমার মনে হয় এটা কাজে এসেছে।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়