ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে হাসপাতালের লিফটে আটকে রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১২ মে ২০২৪   আপডেট: ১৩:৩৯, ১২ মে ২০২৪
গাজীপুরে হাসপাতালের লিফটে আটকে রোগীর মৃত্যু

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ফটো।

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের লিফটে আটকা পড়ে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

রোববার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম (৫৩) গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ বাড়িগাও গ্রামের শারফুদ্দিনের স্ত্রী।

নিহতের মেয়ে শারমিন বলেন, ‘সকালে মা অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন হাসপাতালে নিয়ে আসি। পরে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে হার্টের সমস্যার কথা জানিয়ে ওই ভবনের ১১ তলা থেকে চতুর্থ তলায় নিয়ে যেতে বলা হয়। কিন্তু ৯ তলার মাঝামাঝি এলে লিফট বন্ধ হয়ে যায়। এ সময় লিফটে মা, আমি, মামা ও ভাই ছিলাম। ভেতরে আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল। দ্রুত লিফটম্যানদের ফোন দিলে তারা গাফিলতি করে। ফোনে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে।’

তিনি আরও বলেন, ‘৪৫ মিনিট লিফটের ভেতর আটকে ছিলাম। উপায় না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেই। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আমাদের উদ্ধার করেন। লিফটম্যানদের গাফিলতির কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সকালে মমতাজ বেগমকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে মেডিসিন বিভাগ হতে চতুর্থ তলায় নেওয়ার জন্য লিফটে তোলা হয়। এ সময় লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে দীর্ঘ সময় আটকে থাকে। পরে লিফটম্যান ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। লিফটে আটকা সবাই সুস্থ ছিল, কিন্তু উনি অসুস্থ থাকায় মারা গেছেন। তারপরও বিষয়টি তদন্ত করা দেখা হবে। কারও গাফিলতি আছে কিনা সেটা দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

রেজাউল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়