ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে গাছ থেকে পড়ে নারীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ১২ মে ২০২৪  
নড়াইলে গাছ থেকে পড়ে নারীর মৃত্যু

ফাইল ফটো

নড়াইলে গাছ থেকে পড়ে রেবেকা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীহারা রেবেকা একমাত্র সন্তানকে নিয়ে শহরের কুড়িগ্রাম এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন ও মানুষের গাছ থেকে নানান মৌসুমি ফল কিনে সেগুলো বিক্রি করতেন।

শনিবার দুপুরে নড়াইল পৌর এলাকার বেতবাড়িয়ায় রসুল মিয়ার গাছ থেকে লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যান রেবেকা। তবে সেসময় ঘটনাস্থলে কেউ না থাকায় গাছতলায় এক ঘণ্টারও বেশি সময় ওভাবে পড়ে ছিলেন।

পরে এক শিশু সেখানে গিয়ে রেবেকাকে এভাবে পড়ে থাকতে দেখে বাড়ি ফিরে জানায়। তখন আশপাশের মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শরিফুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়