ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

পুলিশ দেখে মাদক কারবারির হার্ট অ্যাটাকে মৃত্যু

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশ দেখে মাদক কারবারির হার্ট অ্যাটাকে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুলিশ দেখে ভয়ে পালানোর সময় এক মাদক কারবারি হার্ট অ্যাটাকে মারা গেছে।

রোববার সন্ধ্যায় উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বলদীপুকুর গুচ্ছগ্রামের মাদক কারবারি আলতাফ হোসেন (৬৫) পুলিশ দেখে তার ঘরে থাকা চোলাই মদ লুকিয়ে রাখতে গিয়ে পড়ে যায় এবং পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অপরদিকে, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মাদক কারবারি সাজুকে আটক করার পর তার হার্ট অ্যাটাক হলে পুলিশ পাহারায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বলদীপুকুর মমিনপুর গুচ্ছগ্রামে সন্ধ্যায় মাদক মামলার আসামি শাহিনুরকে গ্রেপ্তারে অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় গুচ্ছগ্রামের আলতাফ পুলিশ দেখে ভয়ে তার ঘরে রাখা চোলাই মদ লুকিয়ে রাখার জন্য পালানোর সময় হার্ট অ্যাটাকে মারা যায়।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, বলদীপুকুর আবাসনের আলতাফের মৃত্যুর সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। কেননা তার ওখানে পুলিশ যায়নি। তবে সেখান থেকে শাহিনুরকে গ্রেপ্তার করা হয়েছে।

অপর গ্রেপ্তার মাদক কারবারি সাজু পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি। 



রাইজিংবিডি/রংপুর/২৬ মে ২০১৯/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়