ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

তিউনিসিয়া উপকূলে ২৩ অভিবাসীকে নিয়ে নৌকা নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ১৮ মে ২০২৪   আপডেট: ২১:৫৩, ১৮ মে ২০২৪
তিউনিসিয়া উপকূলে ২৩ অভিবাসীকে নিয়ে নৌকা নিখোঁজ

তিউনিসিয়া উপকূলে ২৩ জন অভিবাসী নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়েছে। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নৌকাটি তিউসিয়া থেকে ইতালির দিকে যাচ্ছিল। নিখোঁজ অভিবাসীরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি।

শনিবার তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে,  তারা ভাসমান ইউনিট মোতায়েন করেছে এবং নিখোঁজদের সন্ধানে সাহায্য করার জন্য নৌবাহিনীকে অনুরোধ জানিয়েছে।

তিউনিসিয়া গত কয়েক বছর ধরে অভিবাসন সঙ্কটের মুখে রয়েছে। ইউরোপে উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে আসা লোকজন ইতালি যাওয়ার জন্য লিবিয়া উপকূলকে বেছে নিয়েছিল। তবে লিবিয়ায় কড়াকড়ি আরোপের কারণে অভিবাসীরা তিউনিসিয়াকে বেছে নিয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়