বরগুনায় বজ্রপাতে জেলে নিহত
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরগুনার পাথরঘাটায় মাঠ থেকে গরু আনতে গিয়ে আসাদুল (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে) বিকেল ৫টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এসময় তার ৮ বছরের ছেলে আব্দুল্লাহ আহত হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সাইফুজ্জামান বলেন, বিকেলে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ির সামনের মাঠে গরু আনতে যান আসাদুল ও তার আট বছরের ছেলে আব্দুল্লাহ। এসময় গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ তাদের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলে আসাদুলের মৃত্যু হয়। এসময় তার ছেলে আহত হয়। বজ্রপাতে গরু দুটিও মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইমরান/ফয়সাল