ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

রাসিকের ৩ হাজার কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাসিকের ৩ হাজার কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : অনুমোদনের জন্য প্রায় ৩ হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

প্রকল্পটি অনুমোদন হলে অনেকটা পিছিয়ে পড়া রাজশাহী উন্নয়নের ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করছেন রাসিকের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

শুক্রবার রাত ১০টায় মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ পরিবার আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রকল্পটির কথা জানান।

তিনি বলেন, প্রকল্পটি অনুমোদিত হলে রাস্তাঘাট, বহুতল ভবন, ড্রেনেজ ব্যবস্থা, লাইটিংসহ সার্বিক ক্ষেত্রে নগরীর দৃশ্যমান উন্নয়ন হবে।

মেয়র জানান, প্রকল্পটি অনুমোদন হবে বলে তিনি আশা করছেন। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের কার্যালয়, কমিউনিটি সেন্টার ও খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে। রাজশাহীতে শিল্পায়ন গড়ে ওঠেনি। শিল্পায়নের জন্য বিনিয়োগকারীদেরও রাজশাহীতে আনার চেষ্টা চলছে। কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা অব্যহত রয়েছে।

বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে রাসিকের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/রাজশাহী/৮ জুন ২০১৯/তানজিমুল হক/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়