ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ১৭ মে ২০২৪  
রাজধানীতে ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগ থানার মায়াকানন এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যালের আইসিইউতে আছেন আরেকজন।

শুক্রবার (১৭ মে) দুপুরে সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার সাহা রাইজিংবিডিকে বলেন, সকাল দশটার দিকে বাসাবো মায়াকানন মসজিদের পেছনে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসাবোর ৭ নম্বর মায়াকানন মসজিদের পেছনে ১০তলা নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। সকাল ১০টার দিকে বাঁশের মাচা ভেঙে নিচে পড়ে যান ৩ শ্রমিক। তাদের উদ্ধার করে মুগদা মেডিক্যাল নেওয়া হলে মারা যান দুজন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি।

/মাকসুদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়