ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে ধস্তাধস্তি, ছেলের মৃত্যু

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ১৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:০৯, ১৫ ডিসেম্বর ২০২৫
নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে ধস্তাধস্তি, ছেলের মৃত্যু

বরগুনার তালতলীতে নেশার টাকা না দেওয়ায় বাবার সঙ্গে ধস্তাধস্তির সময় সফিক (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সফিক পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলার কালমেঘা এলাকার হারুন হাওলাদারের ছেলে। প্রায় পাঁচ বছর ধরে তারা পরিবারসহ ইদুপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনার পর থেকে হারুন হাওলাদার পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সফিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে একাধিকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নেওয়া হলেও সুস্থ হননি। গত ৭ অক্টোবর পুলিশের হাতে গ্রেপ্তার হন সফিক। ১০ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পান তিনি।

মুক্তির পর বাড়ি ফিরে বাবার কাছে প্রায়ই মাদকের জন্য টাকা দাবি করতেন তিনি। ঘটনার দিন দুপুরে টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

এ সময় হারুন হাতে থাকা ছুরি দিয়ে সফিকের পিঠে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে শফিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান হারুন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এরপরই সেখান থেকে পালিয়ে যান হারুন।

নিহতের মা রাশেদা বেগম বলেন, ‘‘আমার ছেলে মাদকাসক্ত ছিল। বহুবার রিহ্যাবে দিয়েছি, এমনকি জেলেও গেছে। কিন্তু ছাড়া পাওয়ার পরও সে ঠিক হয়নি। আজ বাবা-ছেলের ঝগড়ার একপর্যায়ে এই ঘটনা ঘটে।’’

তালতলী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, ‘‘নেশার টাকা না দেওয়ায় বাবার সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে বাবার ছুরিকাঘাতে সফিক হাওলাদার নিহত হয়েছেন। অভিযুক্ত নিজেই ছেলেকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তবে, ছেলের মৃত্যুর পর থেকে তিনি পলাতক। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’’

ঢাকা/ইমরান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়