ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিইউজের মুক্তি দাবি

সাংবাদিক আনিস আলমগীরের নামে মামলায় ডিআরইউর উ‌দ্বেগ

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৫, ১৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০১:২৬, ১৬ ডিসেম্বর ২০২৫
সাংবাদিক আনিস আলমগীরের নামে মামলায় ডিআরইউর উ‌দ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকার ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ।

সোমবার (১৫ ডিসেম্বর) ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃ‌তি‌তে এই নিন্দা জানান। 

আরো পড়ুন:

রবিবার (১৪ ডিসেম্বর) কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়। এরপর তাকে সেখানে আটকে রেখে পরদিন তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার দেখানোর পর তাকে আদালতে পাটিয়ে রিমান্ড চাওয়া হয়। আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ডিআরইউ নেতারা মনে করেন, এই ধরনের আচরণ অতীতের স্বৈরাচারী শাসনামলে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রীয় দমন-পীড়নের স্মৃতি উস্কে দেয়। 

বিবৃতিতে তারা বলেন, “এই ধরনের চর্চা আমরা অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ও প্রত্যক্ষ করেছি। সেই সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও নির্বিচার গ্রেপ্তার ছিল নিয়মিত ঘটনা। বর্তমান ঘটনাটি সেই দুঃখজনক বাস্তবতারই পুনরাবৃত্তি।”

অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া, সেখানে আটকে রাখা কিংবা পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন ডিআরইউ নেতারা।

বিবৃতিতে বলা হয়েছে, মামলা দায়েরের পর আনিস আলমগীরকে রিমান্ডে নেওয়া হয়েছে। 

রিমান্ডে তার যেন কোনো ধরনের অসম্মান বা তাকে নাজেহাল করা না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডিআরইউ নেতারা।

আনিস আলমগীরের মুক্তি দাবি ডিইউজের
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, “সাংবাদিক সমাজের কাছে অত্যন্ত পরিচিত মুখ ও একজন পেশাদার সাংবাদিক আনিস আলমগীর। মত প্রকাশের ক্ষেত্রে স্পষ্টবাদিতার কারণে তিনি সাংবাদিক সমাজের কাছে অত্যন্ত সম্মানিত ও জনপ্রিয়তা অর্জন করেন। তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি প্রত্যাশিত নয়।”

মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে নেতারা বলেন, “স্বাধীন দেশে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সরকারের উচ্চপর্যায় থেকে এ কথা বারবার বলা হলেও তা বারবারই লঙ্ঘন করা হচ্ছে। যখন রাষ্ট্রে কোন ব্যক্তি স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারেন না, তখন রাষ্ট্র তার স্বাধীনতায় রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে বলে প্রতীয়মান হয়।”

বিবৃতিতে অবিলম্বে আনিস আলমগীরের মুক্তির পাশাপাশি হত্যা মামলায় কারাগারে থাকা সাংবাদিকদেরও অবিলম্বে মুক্তির দাবি জানান নেতারা।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়