ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রবাসী ভাইকে নিয়ে বাড়ি ফেরা হল না বোনের

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রবাসী ভাইকে নিয়ে বাড়ি ফেরা হল না বোনের

প্রবাস ফেরত ভাইকে নিয়ে বাড়ি ফেরা হল না বোনের। বছরের প্রথম দিনেই কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রাণ গেলো প্রবাস ফেরত হুমায়ুন কবিরের বোন ও বোনের স্বামীর।

বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে হুমায়ুন কবির ও গাড়ির চালক আহত হয়েছেন।

নিহতরা হলেন- নোয়াখালী জেলার কবিরহাট এলাকার সাইফুল ইসলাম ও তার স্ত্রী রুমি আক্তার।

আহত চালককে কুমিল্লা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হুমায়ুনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ মিয়াবাজার ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ঢাকা এয়ারপোর্ট থেকে হুমায়ুনকে নিয়ে নোয়াখালী যাওয়ার পথে এক প্রাইভেটকার সুজাতপুরে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় প্রাইভেটকারটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে হুমায়ুন কবির ও তার বোন, বোনের স্বামী এবং চালক আহত হন।

হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী আহতদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালে নেয়ার পর বোন ও তার স্বামী মারা যান।

 

কুমিল্লা/জাহাঙ্গীর/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়