ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ১৩ জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৯, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় আরও ১৩ জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১৩ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৭ মে) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ।

তিনি জানান, বিকেলে আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্টে জেলায় ১৩ জন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমিত কোভিড- ১৯ রোগ শনাক্ত হয়েছে।

এর মধ্যে নবীনগর উপজেলায় ৭ জন, কসবা উপজেলায় সাংবাদিকসহ ৩ জন, সরাইল উপজেলায় ২ জন ও সদর উপজেলায় একজন।

এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৫৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৩ হাজার ২৬৩ জনের ফলাফল পাওয়া গেছে। তাদের মধ্যে করোনাতে মোট আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ থেকে ৫৭ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এছাড়া, করোনা পরিস্থিতির শুরুর দিকে জেলায় ২ জন মারা যায়।

 

রুবেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়