ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লকডাউন: রাঙামাটিতে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১৪ এপ্রিল ২০২১  
লকডাউন: রাঙামাটিতে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ

সরকার ঘোষিত আট দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে রাঙামাটিতে মানুষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে বনরুপা এলাকা ঘুরে দেখে গেছে, রাস্তা, অলিগলি মোটামুটি ফাঁকা। কোথাও অপ্রয়োজনীয় আড্ডা বা লোকজনের অহেতুক ঘোরাঘুরি নেই।

গত সপ্তাহের লকডাউনের সঙ্গে আজ বুধবারের (১৪ এপ্রিল) লকডাউনের কোনো মিলই নেই। গত সপ্তাহের লকডাউনে রাস্তায় প্রচুর মানুষ দেখা গেলেও আজ মানুষ নেই বললেই চলে।

অনেকে নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচা বাজার এবং ওষুধ কিনতে বাসা থেকে বের হতে দেখা গেছে। তবে, এসব মানুষকে প্রয়োজনীয় কাজ সেরে বাসায় ফিরে যেতে দেখা গেছে। রাস্তায় যারা বের হচ্ছেন, তাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা গেছে। 

তবে, কোনো কোনো দোকানে পণ্য কিনতে আসা লোকজনকে নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলার বিষয়ে সচেতনতা একটু কম দেখা গেছে।

রাস্তায় পুলিশের টহল গাড়ি, পণ্যবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ জরুরি প্রয়োজনে ব্যবহৃত সীমিত সংখ্যক যানবাহন ছাড়া তেমন যানবাহন চোখে পড়েনি।

গতকালের (১৩ এপ্রিল) তুলনায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি নেই বললেই চলে। তাছাড়া রমজানের প্রথম দিন হওয়ার কারণে এমনিতেই মানুষ ঘরের বাইরে বের হননি।

রাঙামাটি কোতোয়ালী থানার ওসি মো: কবির হোসেন জানান, রাঙামাটিতে কঠোরভাবে লকডাউন মেনে চলছে সাধারণ মানুষ। সকাল থেকে রাঙামাটি শহরের মধ্যে পুলিশের তিনটি মোবাইল টিম কাজ করছে।

বিজয় ধর/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়