Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২০ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৪ ১৪২৮ ||  ১২ রবিউল আউয়াল ১৪৪৩

হেফাজতের কমিটি ‘ঘৃণাভরে’ প্রত্যাখ্যান আল্লামা শফীর ছেলের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ৭ জুন ২০২১   আপডেট: ২১:৩৬, ৭ জুন ২০২১
হেফাজতের কমিটি ‘ঘৃণাভরে’ প্রত্যাখ্যান আল্লামা শফীর ছেলের

হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্যঘোষিত কেন্দ্রীয় কমিটি এবং কমিটিতে নিজের পদ ‘ঘৃণাভরে’ প্রত্যাখ্যান করেছেন প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানী।

সোমবার (৭ জুন) ঢাকায় মাওলানা ইউসুফ মাদানীকে অন্তর্ভুক্ত করে কমিটি ঘোষণার পর সন্ধ্যায় নিজ হাতে লেখা এক বিবৃতিতে ওই পদ প্রত্যাখ্যানের ঘোষণা দেন তিনি।

গণমাধ্যমে পাঠানো হাতে লেখা বিবৃতিতে হেফাজতের নতুন কমিটিকে ‘তথাকথিত’ উল্লেখ করে ইউসুফ মাদানী বলেন, ‘কেন্দ্রীয় কমিটিতে আমার নাম দেখে আমি মর্মাহত। অতঃএব যে বা যারা আমার বাবাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন, তাদের সঙ্গে আমি কখনো এক হতে পারি না। আজকের ঘোষিত তথাকথিত হেফাজতের কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’ 

দুপুরে সংবাদ সম্মেলনে জুনাইদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে সংগঠনের প্রয়াত আমির শাহ আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানীকে সহকারী মহাসচিব করা হয়।
 

রেজাউল/বকুল 

সর্বশেষ