ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমান ভোটার কিনা এমন প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:৫৪, ৫ ডিসেম্বর ২০২৫
তারেক রহমান ভোটার কিনা এমন প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা এ প্রশ্ন অবান্তর। যেহেত তিনি (তারেক রহমান) ভোট করতে চেয়েছেন, তাহলে ধরে নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘জুলাই গণহত্যার বিচার চলমান। দ্রুত যেন ট্রায়াল শেষ হয়, আমরা সে লক্ষ্যে যা যা করণীয়, তার সবই করেছি। বিচার বিঘ্নিত করা বা বিলম্বিত করার  কোনো সুযোগ নেই।’’

শৈলকুপা উপজেলা হাজী কল্যাণ সংস্থার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান টুলু। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

ঢাকা/শাহরিয়ার//

সর্বশেষ

পাঠকপ্রিয়